শ্যামলী পরিবহনের নৃশংসতা, আধা কিলোমিটার টেনে নিয়ে যাওয়া ২ যুবক নিহত

by Nur Alam Khan

নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বিজ্ঞাপন
banner

নিহতদের মধ্যে নূর ইসলাম ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন এবং মাসুদ হোসেন ইটভাটায় ফায়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, তারা দুজন স্থানীয় একটি ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি কোচ পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়।

এসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম ও মাসুদ হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ ব্যাপারে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222