ইরানে ইসরাইলের হামলা, ঢাবিতে ইনকিলাব মঞ্চের প্রতিবাদ

by Nur Alam Khan

ইরানে দখলদার ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই বিশ্ব শান্তি। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এক হাতে না পারলে বিশ্বে মুসলিম বিলীন হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করে কিন্তু কোনো মুসলিম দেশ তা করলে তাদের (পশ্চিমা দেশ) জন্য হুমকি হয় যায়। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ইরান সহ সব মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি। আমরা বিশ্ব মানবতার পক্ষে আছি।

বিজ্ঞাপন
banner

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরাইল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরাইল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। তারা আত্মরক্ষার কথা বলে। কিন্তু আত্মরক্ষার কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা কী মানবাধিকার?

তিনি আরও বলেন, ইসরাইল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে, তারা গোলান মালভূমি দখল করে, গাজায় উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদের সুযোগ না দিত তারা এই নৃশংসতা করতে পারতো না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না মানবতা থেকে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াবো।

আন্দলিব নামের এক ব্যক্তি তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আমরা তা চাই না। আমরা জুলাই চেতনা ধারণ করি। আমাদেরও সতর্ক থাকতে হবে মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন আর আমাদের দেশে ঘাটি বানিয়ে তথ্য পাচার করতে না পরে। বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক এটাই আমরা চাই।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222