খুলনায় চলছে পীর যুলফিকার নকশবন্দী সিলসিলার তিন দিনব্যাপী তা’লীমী ইজতেমা

by hsnalmahmud@gmail.com

খুলনার বাগমারায় অবস্থিত জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম মাদ্রাসা প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (১৯ জুন) থেকে শুরু হয়েছে বিশ্ববিখ্যাত বুযুর্গ ও শাইখুল মাশায়েখ হযরত মাওলানা পীর যুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.) এর খানকাহী নেযামের তিন দিনব্যাপী তা’লীমী ইজতেমা। ইজতেমা চলবে আগামী শনিবার (২১ জুন) পর্যন্ত।

এই তা’লীমী ইজতেমায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন পীর যুলফিকার আহমদ নকশবন্দী (দা.বা.)-এর এশিয়ার অন্যতম খলিফা শায়খ মুহাম্মদ মালয়েশিয়া।
বিশেষ মেহমান হিসেবে তাশরীফ এনেছেন শুভেচ্ছা ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মুয়াজ, পাকিস্তানের বিখ্যাত বুযুর্গ হাজী আব্দুল ওয়াহাব (রহ.)-এর খলিফা মাওলানা গোলাম রব্বানী (লন্ডন), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমীন সাদী এবং জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব মুফতি আ ফ ম আকরাম হোসাইন।

বিজ্ঞাপন
banner

ইজতেমায় অংশগ্রহণ করছেন দক্ষিণবঙ্গের শীর্ষ ওলামায়ে কেরাম ও খিলাফতের সাথে সংশ্লিষ্ট বহু মুরিদ, আশেক ও দ্বীনপ্রেমী মানুষ।

আয়োজক প্রতিষ্ঠান খানকায়ে মাদানী ও জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম বাগমারা, খুলনা-র পক্ষ থেকে নাজিম ও নায়েবে মুহতামিম, শায়খুল হাদীস মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া সকলকে ইজতেমায় অংশগ্রহণের বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন।

সকালে কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইজতেমার সূচনা হয়। আগামী দুই দিন ইলমি বয়ান, রুহানিয়াতপূর্ণ তাযকিয়া, তালিম, তরবিয়ত ও যিকির-আযকারে পরিপূর্ণ সময়সূচি অনুসরণ করে ইজতেমা চলবে ইনশাআল্লাহ।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222