৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি ঘোষণা

by hsnalmahmud@gmail.com

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট (৩৬ জুলাই) তারিখকে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা ফারুকী জানান, “৫ আগস্ট দিনটিকে এখন থেকে ছাত্র-জনতার আন্দোলন দিবস হিসেবে পালিত হবে এবং এই দিনে সরকারিভাবে ছুটি থাকবে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “জুলাই মাসব্যাপী গণ-অভ্যুত্থান স্মরণে নানা আয়োজন চলবে। ১ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে কর্মসূচি। এর মধ্যে ১৪ জুলাই থেকে মূল আয়োজন শুরু হবে।”

আন্দোলনের সময় দেশের যেভাবে জাতিগত ঐক্য গড়ে উঠেছিল, সেই চেতনায় অনুষ্ঠানসূচি সাজানো হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফারুকী আরও জানান, বাংলাদেশ বেতার ও বিটিভি–কে স্বায়ত্তশাসিত করার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে কাজ করবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

আগামী সোমবার এসব কর্মসূচি ও আয়োজনের বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222