আগামী নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না: নির্বাচন কমিশনার

by hsnalmahmud@gmail.com

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবেশবান্ধব প্রচারণা নিশ্চিত করতে এবার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

সানাউল্লাহ বলেন, “আমরা পোস্টারের ব্যবহার বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছি। সংস্কার কমিশন থেকেও এ বিষয়ে সুপারিশ ছিল। এবার থেকে বিলবোর্ড ব্যবহারের সুযোগ রাখা হয়েছে, যা আগে ছিল না।”

তিনি আরও জানান, “প্রচারণায় পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে জোর দেওয়া হয়েছে। ভোটারদের জন্য ভোটার স্লিপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টি-শার্ট ও জ্যাকেটের ব্যবহারেও পূর্বের কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।”

কমিশনের আজকের বৈঠকে মূল আলোচ্য ছিল— আচরণ বিধিমালা ২০২৫ চূড়ান্তকরণ ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ। তবে সীমানা বিষয়ক আলোচনার জন্য আরও কিছু উপাত্ত প্রয়োজন হওয়ায় তা পরবর্তী সপ্তাহে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আরও বলেন, “আচরণ বিধিমালায় নতুন করে আরপিও ধারা ৯১(ঙ) যুক্ত করা হয়েছে, যেখানে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান রাখা হয়েছে। আগে এটি আচরণ বিধিমালার অংশ ছিল না।”

তিনি জানান, সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি তালিকায় এবার উপদেষ্টামণ্ডলীর সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি ফ্যাসিলিটি— যেমন: সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস— এসব ব্যবহারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সানাউল্লাহ আরও বলেন, “যেসব প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসেবে আছেন, নির্বাচনে অংশ নিলে তাদের পদত্যাগ করতে হবে। কারণ এই শিক্ষকরাই নির্বাচনে পোলিং ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।”

তিনি আরও জানান, সরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবহারে কঠোরতা আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সব প্রার্থীর জন্য একটি কমন প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণা করার বিধানও আনা হচ্ছে।

দণ্ডের বিধান বিষয়ে তিনি বলেন, “আচরণ বিধিমালা লঙ্ঘনে আগে ছয় মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ছিল, এখন তা বাড়িয়ে ছয় মাস কারাদণ্ড ও ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে। এটি সংস্কার কমিশনের একটি প্রস্তাব ছিল।”

সবশেষে তিনি বলেন, “আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে যেহেতু এর কিছু বিষয় আরপিও সংশোধনের উপর নির্ভরশীল, তাই চূড়ান্ত প্রকাশে ‘আরপিও সংশোধন সাপেক্ষে’ উল্লেখ থাকবে।”

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222