নারায়ণগঞ্জ মহানগরের মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল ১৯ জুন বৃহস্পতিবার বাদ এশা। নগর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন রাকিব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। এছাড়াও সভায় অংশ নেন মহানগরের সহ-সভাপতি মুফতি রশীদ আহমদ, আলহাজ্ব আবু সাঈদ মোল্লা, জনাব নূর আলম; সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বাছির উদ্দিন; বায়তুলমাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-সম্পাদক মাহাদী হাসান অভি; প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফজলুর রহমান আরেফী ও সহকারী মাওলানা হাবিবুল্লাহ; সমাজকল্যাণ সহ-সম্পাদক মাওলানা মোস্তফা কামাল; প্রচার সম্পাদক মাওলানা ইমরান শফি ও সহ-প্রচার সম্পাদক মাওলানা শাহআলম জিমাম।
এছাড়া নির্বাহী সদস্য আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, শাহাদাত হোসাইন, যুব মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মহানগর সভাপতি মাওলানা ফাতীহ সোলাইমান, মহানগর ছাত্র মজলিস সভাপতি নজরুল ইসলাম এবং সহ-সভাপতি আাতিক উপস্থিত ছিলেন।
সভায় মহানগরের আওতাধীন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শাখাসমূহ পুনর্গঠন এবং আগামী মাসে মজলিসে শুরা অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।
হাআমা/