শাবিতে ছাত্রীর যৌন হয়রানি, ছাত্রলীগের স্বাগত দাশসহ ২ ক্যাডার আটক

by Nur Alam Khan

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই ক্যাডারকে আটক করা হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

আটক দুই শিক্ষার্থী হলেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত মাসে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে অজ্ঞান করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্তরা। পরে তারা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে।

ওই ঘটনার এক মাস পর ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্তের পর আটক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন (ভারপ্রাপ্ত উপাচার্য) বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, জালালাবাদ থানার ওসি, কোতোয়ালি থানার ওসি মিলে মিটিং করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছি।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। ভুক্তভোগী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222