নিউইয়র্কের মুসলিম মেয়র প্রার্থীকে হত্যার হুমকি

by Nur Alam Khan

আমেরিকার নিউইয়র্কের একমাত্র মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিকে (৩৩) হত্যার হুমিক দেওয়া হয়েছে। ভয়েস মেইল দিয়ে এ প্রার্থীকে বুধবার (১৮ জুন) এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন মামদানি।

নিউইয়র্ক পুলিশ এনওয়াইপিডি জানিয়েছে, তারা অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে। এ পর্যন্ত মামদানিকে চারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে, মুসলিমবিদ্বেষী এক যুবক এ ভয়েস মেইল পাঠিয়েছে।

বিজ্ঞাপন
banner

এদিকে আগামী ২৫ জুন নিউইয়র্কের মেয়র পদের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন হবে। এতে সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর এন্ড্রু কুমো, নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান জোহরান মামদানি ও সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার। এ প্রাইমারিতে যিনি জিতবেন তাকেই নিউইয়র্ক সিটির ভবিষ্যত মেয়র হিসেবে ধরে নেওয়া হয়।

ডেমোক্র্যাট অধুষ্যিত শহর হওয়ায় চূড়ান্ত নির্বাচনে এ দলের প্রার্থীই বিজয়ী হয়। এ নির্বাচন হবে নভেম্বর মাসে। সেখানে রিপাবলিকান প্রার্থীও থাকবে।

ভয়েস মেইলে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলেন, ‘আপনি একটি সন্ত্রাসবাদী অংশ এবং আপনাকে নিউইয়র্ক বা আমেরিকায় স্বাগত জানানো হয় না। আপনার গাড়ি চালু করুন এবং দেখুন কী হয়। আমি আপনার বাড়ি ও পরিবারের ওপর নজর রাখব। কেউ এখানে আপনার সন্ত্রাসবাদী পথ চায় না।’

মামদানির প্রচারণার একজন মুখপাত্র বলেন, ‘মেয়র প্রার্থীর কোনো গাড়ি নেই। তবে বারবার ফোন করা ব্যক্তির হিংস্র ও নির্দিষ্ট ভাষা উদ্বেগজনক। আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি। আমাদের রাজনীতিতে হিংসা ও বর্ণবাদের কোনো স্থান থাকা উচিত নয়।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222