রাজবাড়ীর পাংশায় জমি বন্ধকের পাওনা টাকা না দেওয়ায় শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকালে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ শ্বশুরকে উদ্ধার করে। এ সময় জামাতা ও তার পরিবারের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গতকালই ভুক্তভোগী সাইদুল প্রামাণিক পাংশা মডেল থানায় মামলা করেন।
গ্রেপ্তাররা হলেন—পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের বাসিন্দা মিজান মণ্ডল (৫৭), তার দুই ছেলে দাউদ মণ্ডল (২৭) ও নাজমুল মণ্ডল (১৮)।
দাউদ মণ্ডল সম্পর্কে আগে ভাগনে হলেও পরে সাইদুল প্রামাণিকের মেয়েকে বিয়ে করেন।
স্থানীয়রা জানান, চার বছর আগে সাইদুল প্রামাণিক নিজাম মণ্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়ে জমি বন্ধক রাখেন।
তবে দীর্ঘ সময়েও জমি বুঝিয়ে দেননি বা টাকা ফেরত দেননি তিনি। পরে সাইদুল তার মেয়েকে নিজাম মণ্ডলের ছেলে দাউদ মণ্ডলের সঙ্গে বিয়ে দেন। নির্ধারিত সময়ে জমি বুঝিয়ে না দেওয়ায় দাউদের পরিবার টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।
একাধিকবার স্থানীয়ভাবে সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে গতকাল সকাল ৯টার দিকে সাইদুল প্রামাণিক ভ্যান চালিয়ে নিজাম মণ্ডলের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাকে আটকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।
খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত তিনজনকে আটক করে।
জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী সাইদুল প্রামাণিক মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ তাদের আদালতে পাঠানো হবে।
এআইএল/