যারা অপরাধে অংশীদার, তাদের সঙ্গে কথা নয়: যুক্তরাষ্ট্রকে ইরান

by hsnalmahmud@gmail.com

ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকানরা বারবার যোগাযোগ করে আলোচনা চাচ্ছে। তবে আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি—ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত সংলাপের কোনো স্থান নেই।’

আরাঘচি আরও বলেন, ‘যেসব দেশ এই অপরাধের অংশীদার, তাদের সঙ্গে আমরা কোনো আলোচনায় আগ্রহী নই। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলের হামলা ঠেকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং তারা পরোক্ষভাবে এই হামলায় জড়িত।’

বিজ্ঞাপন
banner

সম্প্রতি ইসরায়েলের ধারাবাহিক হামলায় শত শত ইরানি নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে আজ (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, এ বৈঠকে ইরান তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলবিরোধী সমর্থন আদায়ের চেষ্টা করবে। তবে যুক্তরাষ্ট্রকে বাইরে রেখে কোনো দীর্ঘমেয়াদি সমাধান আদায় করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222