বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ “দায়িত্বশীল সভা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২০ জুন ২০২৫, শুক্রবার) বাদ জুমা ফতুল্লার গেদুন বাজার জামে মসজিদে এ সভা আয়োজন করা হয়, যেখানে মহানগরীর উপশাখা মজলিসে আমেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৫ সালের প্রথম ছয় মাসের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়। পাশাপাশি, বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান এবং সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবজাতির প্রকৃত মুক্তি ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে খেলাফত ব্যবস্থা। অন্যায়-অবিচার ও পাপাচার দূর করতে হলে যুবসমাজকে খেলাফতের পতাকাতলে একত্রিত হতে হবে। নিজেদের জান-মাল উৎসর্গ করে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি দায়িত্বশীলকে দুনিয়ার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আত্মত্যাগের মনোভাব নিয়ে সংগঠনকে দ্বীন বিজয়ের পথে এগিয়ে নিতে হবে। নারায়ণগঞ্জকে খেলাফত যুব মজলিসের অন্যতম শক্তিশালী ঘাঁটিতে পরিণত করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠন সম্পাদক মো. সোহান খান প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহস, মাজকল্যাণ সম্পাদক হাজী লিয়াকত হোসেন, মজলিসে আমেলা সদস্য মো. জাবেদ আলী, সাইদুল ইসলাম হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাটি উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয় এবং আগামীর পরিকল্পনা নিয়ে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
হাআমা/