স্পোর্টস ডেস্ক >>>
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ (বিবিএল)–এ আবারও দল পেলেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। গত আসরেও তাকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেন্স, তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় শেষ মুহূর্তে খেলা হয়নি তরুণ এই স্পিনারের। এবার সেই বাধা পেরিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে হোবার্টের হয়ে মাঠে নামতে পারবেন তিনি।
হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে নেওয়ার পেছনে রেখেছে সুস্পষ্ট কৌশলগত চিন্তা। মূলত মাঝের ওভারে উইকেট নেওয়ার দক্ষতার কারণেই তাকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের অধিনায়ক নাথান এলিস।
তিনি বলেন, “রিশাদ ও রেহানকে নিয়েছি, কারণ মাঝের ওভারে আমাদের উইকেট নেওয়ার সামর্থ্য বাড়াতে চেয়েছি। আমরা রিশাদকে গত বছর দলে চেয়েছিলাম, এবারও নিতে পেরেছি। ওকে দলে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।”
২৩ বছর বয়সী রিশাদ হোসেন এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এবং ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে সম্ভাবনাময় লেগ স্পিনার হিসেবে প্রমাণ করেছেন। গুগলি, টার্ন এবং ভ্যারিয়েশনের বৈচিত্র্য তাকে তরুণ স্পিনারদের মধ্যে অন্যতম করে তুলেছে।
এবারের আসরে হোবার্ট হারিকেন্সের স্পিন আক্রমণের অন্যতম ভরসা হতে পারেন এই লেগি। আর যদি বিসিবির সবুজ সংকেত পান, তাহলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে দেখা যাবে রিশাদ হোসেনকে যা বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্যও হতে পারে এক বড় অনুপ্রেরণা।
এনএ/