ট্রাম্পকে শান্তিতে নোবেল দিতে সুপারিশ করবে পাকিস্তান

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

আগামী বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন
banner

শনিবার (২১ জুন) ডেইলি জং সূত্রে জানা গেছে, দেশটির সরকার বিবৃতিতে বলেছে, উত্তেজনা বৃদ্ধির সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প দূরদর্শী কৌশলগত ও চমৎকার নেতৃত্ব দেখিয়েছেন।

ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, যুদ্ধবিরতি নিশ্চিত করেন এবং একটি বৃহৎ আঞ্চলিক সংঘাত রোধ করেন।

সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ ভারতীয় আগ্রাসন প্রত্যক্ষ করেছে, যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন ছিল।

বিবৃতি অনুযায়ী, এই হামলায় ‘নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ নাগরিকদের মর্মান্তিক মৃত্যু’ হয়েছে।

এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ নামক একটি ‘সংযত, দৃঢ় ও সুনির্দিষ্ট সামরিক পদক্ষেপ’ গ্রহণ করে। এই অভিযানের লক্ষ্য ছিল প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের ভূখণ্ড রক্ষা, পাশাপাশি বেসামরিক জনগণের ক্ষতি এড়ানো।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222