রংপুরের ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

by Nur Alam Khan

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঘোষিত প্রার্থীরা হলেন – রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি এলাকা) আসনে এটিএম গোলাম মোস্তফা বাবু, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মাওলানা মো. আশরাফ আলী, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান এবং রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে অধ্যাপক গোলজার  হোসেন। তবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জন্য কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

বিজ্ঞাপন
banner

গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রার্থীদের হাত তুলে ধরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে পরিচয় করিয়ে দেন তিনি। এর আগে বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের কথার সাথে মার্কা ও কাজের মিল নেই। কিন্তু ইসলামী আন্দোলনের কথার সঙ্গে কাজের ও মার্কার মিল রয়েছে। এই দল ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে থাকবে। কেননা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে, এমন পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আর অবৈধ কোনো কিছুর চিন্তাই করবে না। সবার মধ্যে ভালো কিছু করার ইচ্ছে তৈরি হবে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে হাতপাখা প্রতীকে ভোট ও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222