রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন চলাকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাতে জেল বন্দিদের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের ৮ সদস্যের প্রতিনিধি দল।
রবিবার (২২ জুন) দুপুর দেড়টায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ আলাপের পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক আমিরাত ফেরত প্রবাসী ছগির তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধি দল সেখানে যায়।
এ সময় ছগির তালুকদার বলেন, পুলিশের অনুরোধে আমরা আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছি। তবে আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
তিনি আরো বলেন, আন্দোলনরত সবাইকে আমার বার্তা দিয়েছি, আমরা মন্ত্রণালয় থেকে না আসা পর্যন্ত তারা যেন রাজপথে থাকে।
এদিকে প্রতিনিধি দল যাওয়ার পর আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে দুপুরের খাবারের আয়োজন করলে পুলিশ তাদের একপাশ করে দেয়।
এর আগে সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাঁধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন।
অবস্থান থাকার এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে আধাঘন্টার আল্টিমেটাম ঘোষণা করে আন্দোলনকারীরা।
এআইএল/