যেসব প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছে এনসিপি

by Nur Alam Khan

দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় দলটির প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়েছে এনসিপি।

রোববার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে আবেদন জমা দেয়।

বিজ্ঞাপন
banner

আবেদনের আগে নির্বাচন কমিশনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি জানান, নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার সব কিছুই আমাদের প্রস্তুত আছে। কাগজপত্র এতটাই বেশি যে ট্রাকে করে নিয়ে আসতে হয়েছে। এখন আমাদের প্রতিনিধি দল ভেতরে গিয়ে সেগুলো জমা দেবে।

তিনি আরও জানান, আবেদন জমার পর নেতাকর্মীরা শান্তভাবে অবস্থান নেবেন এবং পরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থান ব্যাখ্যা করবেন।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, একটি নতুন দলকে নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কার্যালয়, কার্যকর কমিটি, জেলা ও উপজেলা পর্যায়ে সমর্থক সদস্য, গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), ব্যাংক অ্যাকাউন্টসহ একাধিক নথিপত্র জমা দিতে হয়। এনসিপি দাবি করেছে, তারা সব শর্ত পূরণ করেই আবেদন করেছে।

এআইএল/

 

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222