ইরানে মার্কিন হামলা সমগ্র মুসলিম উম্মাহর জন্য হুমকি: জমিয়ত

by hsnalmahmud@gmail.com

ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ রোববার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

নেতৃদ্বয় বিবৃতিতে আরো বলেন, এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকি স্বরূপ। এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থী।আমরা বিশ্বাস করি, মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে।

নেতৃদ্বয় বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি এবং শান্তিকামী সকল শক্তির প্রতি এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222