সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ায় গওহরডাঙা মাদরাসার ৩৮ ছাত্র বহিষ্কার

by hsnalmahmud@gmail.com

কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজ (উচ্চ শ্রেণি) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জেরে গোপালগঞ্জের গওহরডাঙা মাদরাসার ৩৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও থানার আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কৃতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

তবে অনুষ্ঠান শেষে বহিষ্কারের সিদ্ধান্ত জানাজানি হলে ছাত্র, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

টুঙ্গিপাড়া উপজেলা শাখা আয়োজিত বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও থানার আলেম ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের নীতিমতে ‘খাদেমুল ইসলাম’-এর ছাত্র শাখা ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করায় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গওহরডাঙা মাদরাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। তিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করেন এবং ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ পান।

তাঁর বিরুদ্ধে ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগও রয়েছে। নড়াইল-১ আসনে নির্বাচনী প্রচারণায় তিনি নিজ মাদরাসার ছাত্রদের যুক্ত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ২০২৪ সালে বায়তুল মোকাররম মসজিদের মিম্বার পুনর্দখলের চেষ্টার সময়ও ছাত্রদের ঢাকায় এনে ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে, যদিও সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222