টাঙ্গাইলের সখীপুরে তিন মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

by Nur Alam Khan

টাঙ্গাইলের সখীপুরে তালিমঘর এলাকার তোফাজ্জল হোসেন তালীমুল কোরআন মাদরাসা ও এতিমখানা থেকে তিনজন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

রোববার (২২ জুন) রাতে ওই মাদ্রাসা থেকে তারা নিখোঁজ হয়।

বিজ্ঞাপন
banner

‎নিখোঁজ শিক্ষার্থীরা হলো উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়ার নাজিবুল ইসলামের ছেলে সামিউল ইসলাম (১৫), বাজাইল গ্রামের সেলিম হোসাইনের ছেলে মমিনুল ইসলাম মারুফ (১৬) এবং মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের আলাল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৫)।

মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম জানান, ভোর রাত চারটার দিকে শিক্ষার্থীদের ছবক দেয়ার জন্য ডাকা হয়। তখন এই তিন শিক্ষার্থীকে অনুপস্থিত পাওয়া যায়। অনেক সময় শিক্ষার্থীরা অভিমান করে মাদ্রাসা থেকে পালিয়ে যায়। সেটি চিন্তা করে শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে।

নিখোঁজ সামিউল ইসলামের বাবা নাজিবুল ইসলাম বলেন, ভোর রাতে মাদ্রাসা থেকে জানানো হয় আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। সকালে খোঁজ নিয়ে জানতে পারি তক্তারচালা বাজার থেকে সিএনজিযোগে তারা মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার ঢাকা-টাঙ্গাইল মেইন রোডে গিয়ে নেমেছে। আমরা আমাদের সব আত্মীয়ের বাড়িতে খোঁজ করছি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবো।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222