মো: নিজাম উদ্দিন স্বাধীন >>
বরগুনা জেলার বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) এপ্রিল/২০২৫ নির্বাচিত হয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ সুপার এর হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণ করেছেন।
২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি বেতাগী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি কর্মদক্ষতা, সততা এবং মানবিক আচরণ দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। বেতাগীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তিনি অধীনস্থ পুলিশ সদস্যদের নিয়ে নিরলসভাবে দিনরাত পরিশ্রম করে চলেছেন।
ওসি মনিরুজ্জামান মনির মাদক নির্মূল, ডাকাতি প্রতিরোধ, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তার কার্যক্রমে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন।
তাদের মতে, বেতাগী থানায় এখন সাধারণ মানুষ নির্বিঘ্নে প্রবেশ করতে পারে, যেকোনো সময় ওসির সাথে কথা বলতে পারে এবং পুলিশি সেবা গ্রহণ করতে কোনো তদবির কিংবা ঘুষ লেনদেন করতে হয় না।
ব্যবসায়ী, শ্রমজীবী, দিনমজুর, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানান, বর্তমান ওসি একজন সৎ, মানবিক এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে বেতাগী থানা এখন সাধারণ মানুষের ভরসার স্থান হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিমত, থানায় কোনো প্রকারের অনিয়ম নেই। সেবা নিতে কোনো পরিচয় কিংবা সুপারিশের প্রয়োজন হয় না। তিনি থানার দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা রাখেন। অপরাধ নির্মূলে তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজন চিহ্নিত চোর, মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, ‘আমি চেষ্টা করি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে। কোনো প্রকার অন্যায়কে আমি প্রশ্রয় দেই না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা দুর্নীতির সাথে আমি জড়িত নই। পুলিশি সেবার মান বৃদ্ধি করাই আমার অঙ্গীকার।’
এআইএল/