বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)।
সোমবার বেইজিংয়ের পিপলস গ্রেট হলে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বৈঠকের মাধ্যমে দুই দল ও দুই দেশের পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে।
বৈঠকে আঞ্চলিক রাজনীতিতে চীনের ভূমিকার প্রশংসা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সহযোগিতার পরিধি আরও বাড়িয়ে বহুপাক্ষিকভাবে বিস্তারের সময় এসেছে।”
মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরকারী বিএনপি প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
এই সফর দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
হাআমা/