বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। তবে সম্ভাব্য ভুল-ত্রুটি রোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুনের মধ্যে এ কার্যক্রম শেষ করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ জুন) নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এক নির্দেশনা পত্রের মাধ্যমে এ তথ্য জানান। নির্দেশনাটি দেশের সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ অনুযায়ী তথ্য সংগ্রহ, সুপারভাইজারদের মাধ্যমে যাচাই এবং মাঠ পর্যায়ে নিবন্ধনের কাজ ১১ এপ্রিল সম্পন্ন হয়। এরপর প্রুফ রিডিং ও ডাটা আপলোড কার্যক্রমও শেষ হয়েছে।
তবে ভোটারযোগ্য নাগরিকদের প্রদত্ত তথ্য যদি সঠিকভাবে সংরক্ষিত না হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুলের আশঙ্কা থাকে। এ ধরনের সমস্যা এড়াতে তথ্য পুনরায় যাচাই ও প্রয়োজনীয় সংশোধনের নির্দেশ দিয়েছে ইসি।
ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) অনুযায়ী, প্রুফ রিডিং ও সংশোধনের এই পুনর্বিন্যাস কার্যক্রম ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।
হাআমা/