জবির ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নাম ‘শিল্প ও নকশা’ বিভাগ

by Nur Alam Khan

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাস্কর্য বিভাগের নাম পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

জানা যায়, গত ২৬ মে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৭৪তম সভায় বিভাগের নাম পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে এটি গত ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় অনুমোদন লাভ করে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিভাগটির নাম ‘ভাস্কর্য’ থেকে পরিবর্তন করে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ রাখার সুপারিশ অনুমোদিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, বিভাগটির নতুন নাম আধুনিক শিল্পচর্চা, সৃজনশীলতা এবং ডিজাইন শিক্ষার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ হবে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222