ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপনে’ তেহরানে বিশাল র‌্যালি

by Nur Alam Khan

গত ১৩ জুন থেকে চলা সংঘাতের অবসান হয়েছে মঙ্গলবার। এদিন থেকেই যুদ্ধবিরতি পালন করছে ইরান-ইসরাইল। ১২ দিনের এ যুদ্ধের পর এদিন ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপন’ করেছে ইরানীরা। এ উপলক্ষ্যে তেহরানে মঙ্গলবার একটি বিশাল র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়, যারা প্রচণ্ড সাহসের সঙ্গে জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের মোকাবিলা করে আসছে।

নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার ইরানী এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

সমাবেশে উপস্থিত ইরানীরা ইসরাইলি শাসনব্যবস্থার অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই রক্তপাতের সহ-অপরাধী হিসেবে অভিযুক্ত করেন।

এ সময় তারা- ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘শিশুহত্যাকারী ইসরাইল নিপাত যাক’ এবং ‘সমঝোতা নয়, আত্মসমর্পণ নয় — আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

তারা ইরানের জাতীয় পতাকা, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং সাম্প্রতিক শহিদদের প্রতিকৃতি বহন করেন।

এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব’, ‘আমেরিকা ইসরাইলের সব অপরাধে অংশীদার’, ‘প্রথাগত শান্তি নয়, স্থায়ী শান্তি চাই’।

ইরানী জনগণ দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সেনাবাহিনী, বাসিজ বাহিনী এবং পুলিশের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করে স্লোগান দেন। তারা এই বাহিনীগুলোর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

সূত্র: বার্তা সংস্থা তাসনিম।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222