সংবিধানে ‘আল্লাহর ওপর বিশ্বাস’ ও ‘বিসমিল্লাহ’ সংযোজন চায় অধিকাংশ দল

by Nur Alam Khan

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বেশিরভাগ দলই রাষ্ট্রের মূলনীতিতে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজনের পক্ষে এবং সংশোধিত এনসিসি গঠনে ঐকমত্যে পৌঁছেছে।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সংলাপের ষষ্ঠ দিনের প্রথম পর্বে রাষ্ট্রের মূলনীতি ও জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো নিয়ে সংলাপ শেষে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা: তাহের বলেন, রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবাধিকার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা– এই চারটি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কমিউনিস্ট পার্টি ও কয়েকটি বাম দল ছাড়া প্রায় সব দলই এ বিষয়ে একমত।

তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায়, জনগণের অনুভূতিকে সম্মান জানিয়ে ‘আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা’ এবং ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন অপরিহার্য। যদিও এটি চূড়ান্ত হয়নি, তবে হাউজের অধিকাংশের মত এর পক্ষেই।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222