চাঁপাইনবাবগঞ্জে রাজিয়া সুলতানা শম্পা নামে এক মহিলা লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালনের ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করে সমালোচনার মুখে পড়েন তিনি।
মঙ্গলবার (২৪ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শিয়ালা কলোনি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিয়া সুলতানা শম্পা চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা লীগের কোষাধ্যক্ষ ও একজন নারী উদ্যোক্তা।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে পুরোনো স্টেডিয়ামে ১০ মে থেকে ২২ জুন পর্যন্ত চেম্বার অব কমার্সের আয়োজনে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় বাচ্চাদের খেলনা বিক্রির জন্য স্টল বরাদ্দ নেন মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা শম্পা। মেলার স্টলে কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তিনি। পরে ফেসবুকে পোস্ট করেন তিনি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগের কার্যক্রম করার অভিযোগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, মেলার স্টলে বসে কেক কেটে মহিলা লীগের কোনো নেত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কি না তা আমার জানা নেই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মনে হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠিত বাণিজ্য মেলার স্টলে ধারণ করা।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগে মহিলা লীগ নেত্রীকে তার নিজ বাসভবন থেকে আটক করেছে পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/