রাজধানীতে ‘পাটালি গ্রুপের’ দুই শীর্ষ সন্ত্রাসীসহ ১৬ জন গ্রেপ্তার

by Nur Alam Khan

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরীফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৫ জুন) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াসিন (২০), শরীফ (২৪), সাবিত ইবনে (৩৩), রফিকুল ইসলাম (১৮), ফারুক (২৭), আরিফ (২৬), সাজ্জাদ (২২), আলামিন (২৮), রাকিব মিয়া (৩০), মেহেদি হাসান বাপ্পি (২৪), সলেমান (২০), আখতারুজ্জামান টিটপ (৫৭), বায়োজিদ ওরফে রানা (২৫), রায়হান (২৭), রাজু (৩০) এবং সুজন (২৫)।

এদের মধ্যে পাটালি গ্রুপের দুজনকে জাফরাবাদ এলাকায় একই পরিবারের ছয়জনকে কোপানোর ঘটনায় এবং বাকি ১৪ জনকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা–কাটাকাটির জেরে পাটালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই পরিবারের ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে পাটালি গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেপ্তার করে।

একই মামলায় গত ২৩ মে রাত সাড়ে নয়টার দিকে রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে রাত সাড়ে তিনটার দিকে কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরীফকে গ্রেপ্তার করা হয়।

পরে শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। দুই আসামিকেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে শনাক্ত করা হয়। পাটালি গ্রুপের অন্যান্য সদস্যকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় মোহাম্মদপুর থানা পুলিশ।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222