একজন ব্যক্তি যেন টানা দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে না পারেন—এই প্রস্তাবে শর্তসাপেক্ষে একমত হয়েছে বিএনপি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘শুধু নির্বাহী ক্ষমতা খর্ব করলেই রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে—এমন ধারণা সঠিক নয়। অতীতে কেউ স্বৈরাচারী হয়ে উঠেছিলেন বলে চিরদিনের জন্য নির্বাহী ক্ষমতা দমন করতে হবে—এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
সালাহউদ্দিন আহমদ জানান, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নিয়োগের জন্য বিদ্যমান আইনের আওতায় কমিশন বা সার্চ কমিটি গঠন করেই প্রক্রিয়া চালানো সম্ভব। এক্ষেত্রে নতুন করে সংবিধানে আলাদা কোনো নিয়োগ বডি গঠনের প্রয়োজন নেই। বরং বিদ্যমান কাঠামোর মধ্যেই সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করাই বাস্তবসম্মত।
সংলাপে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটি সংবিধানের পঞ্চম সংশোধনীতে যুক্ত ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ এবং ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বহাল রাখতে চায়।
তারা আরও জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি—এই ছয়টি মৌলিক নীতিও তারা সমর্থন করে এবং সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে অবস্থান নেয়।
হাআমা/