মো: নিজাম উদ্দিন স্বাধীন >>
বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ও সাবেক পৌর কাউন্সিলর নবীন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে স্থানীয় ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাউন্সিলরকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় বেতাগী থানার পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
থানা পুলিশ সূত্র জানায়, বেতাগী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার প্রেক্ষিতে তারা কিছুদিন আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, মাহমুদা খানম ও নবীন খান দুজনই আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। সাবেক উপজেলা মহিলা আওয়ামী লীগে সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সলর নবীন খান সম্পর্কে ভাই-বোন এবং বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খান বাড়ির বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরের উপস্থিতি নিশ্চিত জেনে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের বাড়ি অবরুদ্ধ করে রাখেন এবং পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করে দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল ৩টায় বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে। এ ছাড়া পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’
এআইএল/