ইসলামী আন্দোলনের সমাবেশ শনিবার, ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি

by Nur Alam Khan

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের জোরালো দাবি জানানো দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ একথা জানান।

তিনি বলেন, সোহরাওয়ার্দীর মহাসমাবেশ সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ পর্যায়ে।

এতে সারা দেশ থেকে ব্যাপক লোকসমাগম হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেস বিফ্রিংয়ে দলের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222