খালেদা জিয়ার নামে নোংরামি করা ঢাবি শিক্ষককে জাতীয় হিরো বানায় ডেইলি স্টার: আসিফ নজরুল

by Nur Alam Khan

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আজ থেকে ১৩-১৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি বিভাগের একজন লেকচারার খালেদা জিয়ার নামে আজেবাজে কথা লেখেন। এ কারণে ডেইলি স্টার পত্রিকা তাকে জাতীয় হিরো বানিয়ে দিয়েছিল।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

আসিফ নজরুল বলেন, উনি যেহেতু আইন বিভাগের শিক্ষক ছিলেন তাই আমার স্পষ্ট মনে আছে।

তিনি খালেদা জিয়া নামে প্রচণ্ড বাজে কথা লিখেছিলেন। তিনি ছিলেন লেকচারার কিন্তু তাকে প্রফেসর নাম দিয়ে প্রকাশ করত ডেইলি স্টার।  প্রত্যেক দিন প্রফেসর লেখা হতো। কারণ খালেদা জিয়ার নামে তিনি বাজে কথা লিখেছিলেন এবং ছাত্রদল তার পদত্যাগ চেয়েছিল।

তবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিলো সেই সংবাদটি ছাপেনি ডেইলি স্টার।

আসিফ নজরুল বলেন, আমি দুঃখিত, কিন্তু আমাকে বলতে হচ্ছে তিনি এতো উন্মত্ত মানসিকতার ছিলেন, কয়েক বছর আগে আত্মহত্যা করেছেন। এমন একটা মানুষকে হিরো বানিয়েছে ডেইলি স্টার। অথচ যখন ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে তাকে বের করে দেওয়া হয় তখন সেই সংবাদটিই ছাপেনি ডেইলি স্টার।

আইন উপদেষ্টা আরো বলেন, আপনারা দেখবেন প্রথম আলো সুযোগ পেলেই জাফরুল্লাহ চৌধুরীকে লেখে বিএনপিপন্থী। আমি সোহরাব ভাইকে (সোহরাব হোসেন) সবসময় বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপিপন্থী হয় তবে আনিসুজ্জামান আর জাফর ইকবালের নামের আগে আওয়ামী লীগপন্থী কেন লেখেন না? কখনো লেখেন নাই।

তিনি আরো বলেন, এমন পক্ষপাতী আচরণ করলে মানুষের শ্রদ্ধা আসবে না, মানুষ মনে করবে আপনারাও একটি দলের অংশ। সাংবাদিকতা এক জিনিস আর একটা দলকে সমর্থন করা অন্য জিনিস। আপনি কাউকে বিশেষণ যুক্ত করবেন, তখন সাবধান থাকতে হবে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222