নরসিংদীতে জেল পলাতক আসামি রাসেল মিয়া গ্রেপ্তার

by Nur Alam Khan

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি >>

নরসিংদীতে রাসেল মিয়া (৪২) নামে এক জেল পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ‌র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।

এর আগে বুধবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার রাসেল মিয়া (৪২) নরসিংদী সদর থানার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে। একাধিক মামলায় আদালত তাকে কারাগারে পাঠায়। পরে গত বছর ১৯ জুলাই তিনি জেল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় তিনি পালিয়ে যান। এরপর হতে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222