সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার অভিনন্দন

by hsnalmahmud@gmail.com

চলতি বছরের হজ ব্যবস্থাপনা সফলভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি আগামী বছরের হজ যেন আরও সুচারুভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, “এ বছর হজে কোনো বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। সবার পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।”

বিজ্ঞাপন
banner

পরিকল্পনা ও নির্দেশনা

প্রধান উপদেষ্টা আরও বলেন, “এ বছর যে কিছু ত্রুটি দেখা গেছে, সেগুলো নির্ণয় করে ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে পদক্ষেপ নিতে হবে।” প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “হজযাত্রী এবং সংশ্লিষ্টদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে, যাতে সবাই নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।”

হজ ২০২৬-এর প্রস্তুতি

ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন জানান, আগামী বছরের হজের জন্য রোডম্যাপ প্রকাশ করা হয়েছে এবং ১০ জুলাই হজ কোটা ঘোষণা করা হবে। ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক বৈঠকে জানান, হজ ২০২৬ উপলক্ষে সময়সূচি অনুযায়ী প্রস্তুতি চলছে।

প্রস্তুতির কিছু মূল তারিখ:

  • ১০ জুলাই ২০২৫: হজ কোটা ঘোষণা
  • ২১ অক্টোবর ২০২৫: চূড়ান্ত নিবন্ধন শেষ
  • ১ ডিসেম্বর ২০২৫: সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে চুক্তি
  • ৪ জানুয়ারি ২০২৬: ভেন্ডর ও কোটেশন অনুমোদন
  • ২০ মার্চ ২০২৬: ভিসা কার্যক্রম শুরু
  • ১৮ এপ্রিল ২০২৬: ফ্লাইট শুরু
  • ২৯ মে ২০২৬: পরীক্ষামূলক হজ কার্যক্রম

চলতি বছরের হজ পরিসংখ্যান

এ বছর ৮৭,১০০ বাংলাদেশি হজযাত্রী হজ পালন করেন। এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫১,৬১৫ জন। ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপে ৩০,২৩৪ জন হজযাত্রী নিবন্ধন করেন এবং প্রয়োজনীয় তথ্য পান। হজ চলাকালে ৩৮ জন হজযাত্রী মারা গেছেন, বর্তমানে সৌদি আরবে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।

হজযাত্রীদের মধ্যে ৮০৬টি লাগেজ হারানোর তথ্য পাওয়া গেছে, এর মধ্যে ৭৯০টি উদ্ধার হয়েছে; বাকি ১৬টি উদ্ধারে কাজ চলছে।

হজ এজেন্সিগুলোর মূল্যায়ন ও ব্যবস্থা

টানা তিন বছর হজে কাউকে পাঠাতে না পারায় ৪১৫টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম মূল্যায়নে ‘এ প্লাস’ থেকে ‘ডি’ পর্যন্ত পাঁচটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। যারা ‘এ প্লাস’ পেয়েছে, তাদের অভিনন্দনপত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

এছাড়া, লাব্বাইক অ্যাপের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে তিনি বলেন, “ভবিষ্যতের হজযাত্রী ও ওমরাহ পালনকারীরা যেন এই অ্যাপ থেকেই প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা পান, তা নিশ্চিত করতে হবে।”

সূত্র: বাসস

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222