ব্যবসায়ীকে দাড়ি ধরে নির্যাতনকারী সেই নাসিম গ্রেপ্তার

by Nur Alam Khan

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মানিক কম্পিউটার দোকানের মালিক আলী আজম মানিককে (৩৩) দাড়ি ধরে হেনস্তা করা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামি সেই নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তার আসামি নাসিম ভূঁইয়া ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মোশারফ হোসেন ভূঁইয়া ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

এর আগে গত সোমবার (২৩ জুন) রাত ৯ টার দিকে ঘিওর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ভুক্তভোগী মানিকের কম্পিউটার দোকানে ঢুকে আসামি নাসিম তার দাড়ি ধরে হেনস্তা করাসহ অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাসিম পলাতক ছিলেন।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব বলেন, ‘ঘিওরের ঘটনার পরে ভুক্তভোগী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে সেই মামলার একমাত্র আসামি নাসিম ভূঁইয়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222