পঞ্চগড়ে বিভিন্ন সোশ্যাল চ্যাটিং গ্রুপে দলের লোকজনদের সংঘবদ্ধ করা, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও ছাত্রদল নেতাদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহরিয়ার আল মামুনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে পঞ্চগড় বাজারের সিনেমাহল রোড থেকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে আটক করেম। পরে তাকে ধরে নিয়ে নিয়ে যাওয়া হয় পঞ্চগড় সদর থানায়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, ‘দেশকে এবং পঞ্চগড়ে অস্থিতিশীল করার জন্য তারা কাজ করছিল।
তাদের গোপন ম্যাসেঞ্জার গ্রুপ ছিল। তার মাধ্যমে তারা অন্যদের সাথে যোগাযোগ করত। এই মামুন দলের নেতাকর্মীদের সংঘবদ্ধ করার জন্য কাজ করছিল। তার মোবাইলে এমন অনেক প্রমাণ আমরা পেয়েছি।
এমনকি আমাকে পর্যন্ত সে হুমকি ধামকি দিয়েছে। আজ তাকে দেখতে পেয়ে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’
পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, ‘ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এআইএল/