নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের কড়া সমালোচনা রিফাত রশিদের

by Nur Alam Khan

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর ৭১ টিভির সাংবাদিক নিয়ে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ।

শনিবার (২৮ জুন) ফেসবুকে করা এক পোস্টে এ সমালোচনা করেন তিনি।

বিজ্ঞাপন
banner

পোস্টে রিফাত রশিদ লিখেন, ‘নাসিরউদ্দিন পাটোয়ারী বললেন ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক জুলাইয়ে আপনাদের সঙ্গে একীভূত হয়েছিল। আমি প্রথমত জানতে চাই, এই আপনাদের বলতে আপনি কাদের বুঝিয়েছেন? আর দ্বিতীয়ত জানতে চাই, এই সিনিয়র সাংবাদিকরা কারা? তাদের নামগুলো কি? যদি একটু কষ্ট করে বলতেন।

গোটা জুলাইজুড়ে একাত্তরের কোনো সিনিয়র সাংবাদিক আমার/আমাদের সঙ্গে ছিল বলে আমার মনে পড়ে না।

একদিকে বলবেন মিডিয়ার ফ্যাসিবাদ তাড়াও আর অন্যদিকে বলবেন একাত্তরের সিনিয়র সাংবাদিকদের অনেকে আপনাদের পাশে ছিলেন। একই অঙ্গে এত ভিন্ন রূপ কেন?’

রিফাত রশিদ তার পোস্টের কমেন্ট বক্সে একটি ভিডিও যুক্ত করেন। ওই ভিডিওতে নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, ‘গণঅভ্যুত্থানের সঙ্গে ৭১ টিভির অনেক সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে একীভূত হয়েছিল এবং একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় জানিয়েছিল। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ৭১ টেলিভিশনের সেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222