সুনামগঞ্জ-৩ আসনে হাম্মাদ গাজিনগরীকে দলীয় প্রার্থী প্রস্তাব শান্তিগঞ্জ জমিয়তের

by hsnalmahmud@gmail.com

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দিরাই-শান্তিগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে শায়েখ মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর নাম প্রস্তাব করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (২৮ জুন) শান্তিগঞ্জ বাজারস্থ সুহেল কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত আসে। উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ।

বিজ্ঞাপন
banner

মতবিনিময় সভায় নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রায় ৯৫ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক, আমেরিকা জমিয়তের সাংগঠনিক সম্পাদক, প্রখ্যাত লেখক, গবেষক, সমাজসেবক এবং আন্তর্জাতিক ইসলামিক স্কলার।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাঁকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ-৩ আসনটি ঐতিহ্যগতভাবে জমিয়তের শক্ত ঘাঁটি। স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের প্রার্থীই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত মুখ মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরীর কোনো বিকল্প নেই।

তবে সভায় অংশ নেওয়া দু-একজন কর্মী বিকল্প প্রার্থী হিসেবে মাওলানা তামিম আহমদ ও মুফতি আজির উদ্দিনের নামও প্রস্তাব করেন।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222