রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরের শিরোপা জেতেন যশ দয়াল। দলকে শিরোপা জেতানোর পথে ১৫ ম্যাচে ১৩ উইকেট নেন এই পেসার। আইপিএলে শিরোপা জেতার এক মাস পার না হতেই গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ এনেছেন ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক নারী। ইতোমধ্যে পুলিশকে সেই অভিযোগ তদন্তের আদেশ দিয়েছে প্রদেশটির মুখ্যমন্ত্রীর দপ্তর। এমনটাই জানিয়েছে ভারতের বেশ কয়েকটি প্রচারমাধ্যম।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে ওই অভিযোগ দায়ের করা হয়েছে। ওই নারীর দাবি, তার সঙ্গে ৫ বছর সম্পর্ক ছিল দয়ালের। এই সময়ে বিয়ের কথা বলে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন তিনি। প্রতারণার বিষয়টি বুঝতে পারলে পরবর্তীতে ওই নারীকে শারীরিকভাবে আঘাত করেন দয়াল। নিজের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অভিযোগপত্রে দয়ালের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি তুলে ধরেছেন ওই নারী।
অভিযোগপত্রে তিনি বলেন, ‘যশ দয়ালের সঙ্গে আমার দীর্ঘ ৫ বছরের সম্পর্ক ছিল। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে মানসিক, শারীরিক ও আর্থিকভাবে ব্যবহার করেছে। সে আমাকে তার পরিবারের কাছে স্ত্রী হিসেবে পরিচয় করিয়েও দিয়েছিল। এজন্য আমি তাকে আরও বেশি বিশ্বাস করেছিলাম।’
অভিযোগপত্রে আরও বলা হয়, ‘দয়ালের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হলো। তাকে যেন আইনের আওতায় আনা হয়। এটা শুধু আমার জন্য নয়। এভাবে প্রতারিত হওয়া সব নারীর জন্যই সঠিক বিচার হওয়া দরকার।’
এআইএল/