যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের দেশের কোনো এলাকায় নির্বাচিত হওয়ার ফিটনেস নেই বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান।
সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘ভোটে নির্বাচিত হওয়ার ফিটনেস না থাকায় তারা সারা দেশের ভোটকে একত্রিত করে সংসদে যেতে চান। তারা সমন্বিত গড়কে সামনে আনতে চান।’
তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ। দলটি যদি ২০ শতাংশ ভোটও পায় তাহলে ৬০ জন এমপি তাদের ভাগে পড়বে। কিন্তু পিআর পদ্ধতি যদি না হয় তাহলে তারা হয়তো একজন এমপিও নির্বাচিত করতে পারবেন না।’
তিনি আরো বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে না।
প্রতিনিধি নির্বাচন করবে দলের হাইকমান্ড। এতে অর্থ লেনদেনের মাধ্যমে অনেকের সংসদে যাওয়ার সুযোগ তৈরি হবে। এমপি পদ বিক্রি করে দলের সভাপতি-সম্পাদক রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে যাবেন।’
তারেক রহমান বলেন, পিআর পদ্ধতিতে একজন খারাপ প্রার্থীকে বয়কট করার সুযোগ জনগণের থাকবে না।
এভাবে উল্টো অযোগ্যদের জনপ্রতিনিধি হিসেবে জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
এআইএল/