তুরস্কের ইজমিরে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি ছাড়ছে মানুষ

by Nur Alam Khan

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে ঘরবাড়ি ও শিল্প এলাকা চরম ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম এবং এএফপিকে দেওয়া এক প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, দাবানল এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, বাসিন্দারা নিজেরাই ঘরবাড়ি রক্ষায় গাছ কেটে আগুনের গতি থামানোর চেষ্টা করছেন।

বিজ্ঞাপন
banner

আংকারা থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইজমির প্রদেশের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, সেফেরিহিসার ও মেন্দেরেস জেলার মধ্যবর্তী অঞ্চলে স্থানীয় সময় দুপুর ১টার দিকে দাবানলের সূত্রপাত ঘটে। ঘণ্টায় ১১৭ কিলোমিটার বেগে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।

তিনি আরো বলেন, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বর্তমানে দাবানল মোকাবেলায় ওয়াটার বোম্বিং এয়ারক্র্যাফট এবং বড় পরিসরের একটি স্থল দমকল বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে।

গভর্নর এলবান জানান, আগুন আবাসিক এলাকার দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সেফেরিহিসার জেলার অন্তত পাঁচটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতা ঠেকাতে স্থানীয়রা গাছ কেটে আগুনের পথ রুদ্ধ করার চেষ্টা করছেন বলে জানান উর্কমেজ গ্রামের এক প্রত্যক্ষদর্শী।

অন্যদিকে, ইজমির শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে গাজিমির এলাকায় একটি ল্যান্ডফিলে পৃথক একটি আগুন লেগে সেটি পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ওটোকেন্ট শিল্প অঞ্চলের ওপর হুমকি তৈরি করে। এই অঞ্চলে বেশ কিছু গাড়ির ডিলারশিপ রয়েছে এবং তুরস্কের বেসরকারি চ্যানেল এনটিভি-তে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ডিলারশিপে আগুন জ্বলছে।

তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি উদ্ধার ও দমকল বাহিনী পরিস্থিতি সামাল দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: এএফপি

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222