মসজিদে ঢুকে ইমামকে ছুরিকাঘাত, আটক ১

by Nur Alam Khan

বগুড়া শহরের মালতিনগর এলাকায় (মাটির মসজিদ হিসেবে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার (৩০ জুন) জোহরের নামাজের আজানের পরপরই তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় ইমাম আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন
banner

এ ঘটনায় নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

জানা যায়, হাফেজ আব্দুল মান্নান বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার বাসিন্দা হলেও তিনি মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগ নিয়ে ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। আব্দুল মান্নান মসজিদে এসে জোহরের নামাজের আজান দেওয়ার পরপরই তারা ইমামকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মসজিদের পশ্চিম পাশে ড্রেনে পড়ে গেলে স্থানীয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় অভিযুক্ত নোমানকে ধরে পুলিশে সোপর্দ করেন। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, আটক যুবককে থানায় সোর্পদ করা হয়েছে। এখন যথাযথ প্রক্রিয়া মেনে মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222