যশোরে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে প্রকৌশলীসহ নিহত ৩

by Nur Alam Khan

যশোর শহরের সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ‘ফর ফিউচারে’ এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও নির্মাণশ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা নুরু (৪৫)। তাদের পূর্ণ পরিচিতি এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ৬ তলা ভবন বিশিষ্ট ইকবাল মঞ্জিলটির পশ্চিমপ্রান্ত নির্মাণাধীন ছিল। নির্মাণাধীন ৫ তলার কার্নিশ ভেঙে তিনজন প্রাণ হারিয়েছেন।

ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, কার্নিশ ভেঙে নিহত তিনজন নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত তিনজনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222