তুরস্কের ইস্তাম্বুলের একটি ম্যাগাজিনে হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগ ঘিরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কার্টুনে মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র করার অভিযোগে চার কার্টুনিস্টকে গ্রেপ্তার করেছে তুরস্কের পুলিশ।
ঘটনার সূত্রপাত হয় ইস্তানবুলের প্রধান কৌঁসুলি লেমান ম্যাগাজিনের সম্পাদকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর। অভিযোগ, ম্যাগাজিনটির গত ২৬ জুন ২০২৫ সংখ্যায় একটি কার্টুনে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে।
তবে ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচায় আকগুন ফ্রান্সের প্যারিস থেকে এএফপিকে ফোনে জানান, এটি হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র নয়, বরং ইসরায়েলি হামলায় নিহত একজন মুসলিমের কাল্পনিক নাম মোহাম্মদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে তুরস্কের সাধারণ জনগণ তার দাবি প্রত্যাখ্যান করেছেন।
এআইএল/