আগামী ৬ জুলাইয়ের পর দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের বিস্তারিত পরিকল্পনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান।
মঙ্গলবার (১ জুলাই) ইমরান খানের বোন আলেমা খান একথা জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
মঙ্গলবার আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আলেমা জানান, আইনজীবী সালমান আকরাম রাজাকে দলীয় নেতৃত্বের কাছে বিক্ষোভের কৌশল পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
তার অভিযোগ, ইমরান খানকে রাজনৈতিক সমীকরণ থেকে বাইরে ঠেলে দিতে ইচ্ছাকৃতভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি আরো জানান, আমাদের দুই বোনকে সাক্ষাতের জন্য মাত্র ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। আইনজীবী জহির আব্বাস মাত্র ৯০ সেকেন্ড সময় পেয়েছেন। এছাড়া সালমান সাফদার, সালমান আকরাম রাজা এবং নিয়াজুল্লাহ নিয়াজিকে দেখা করতে দেওয়া হয়নি।
আলেমা সাংবাদিকদের বলেন, ইমরান খান দেশে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। যা ইঙ্গিত দেয় পাকিস্তান সামরিক আইনের দিকে ধাবিত হচ্ছে।
তিনি ইমরান খানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, যদি ভোট চুরি করা হয়, বিচার বিভাগকে একটি সরকারি বিভাগে পরিণত করা হয় এবং বিচারকদের অপমান করা হয়, তাহলে আইনের শাসন আর থাকবে না।
পিটিআই প্রতিষ্ঠাতা এর আগেও বার বার বলে এসেছেন যে, সংবিধানের ২৭তম সংশোধনী আনা হলে রাজতন্ত্রকেই আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেওয়া হবে। আলেমা আরো বলেন, ইমরান খান বিশ্বাস করেন যে, জাতিকে দাস বানানো হচ্ছে এবং এই দাসত্বের চেয়ে আজীবন কারাদণ্ডই শ্রেয়।
এআইএল/