টিএসসি চত্বরে রিকশায় মারা যাওয়া ব্যক্তি গাইবান্ধার দুলাল

by Nur Alam Khan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে রিকশায় বসে বিশ্রাম নিতে গিয়ে মারা যাওয়া রিকশাচালকের পরিচয় মিলেছে। মৃত্যুর প্রায় ৯ ঘণ্টা পর পরিচয় মেলে ওই হতভাগা রিকশাচালকের।

নিহতের নাম দুলাল সরকার। বয়স আনুমানিক ৬৫ বছর। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চান্দের বাজার গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঢাকায় ভাসমান অবস্থায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যাত্রী ছাউনির পাশে নিজের রিকশায় বসে ছিলেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে পথচারী ও শিক্ষার্থীরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানায়।

শাহবাগ থানার এসআই মো. মিঠু ফকির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুলাল সরকারকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। লাশটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়। রাত সাড়ে ৩টার দিকে পরিবারের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করা হলে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরের ব্যক্তিগত উদ্যোগে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে নিহত দুলালের লাশ গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়।

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222