আমিরুল ইসলাম লুকমান >>
গাজায় চলমান যুদ্ধ ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে একটি আন্তর্জাতিক বাস্কেটবল ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান।
বুধবার (২ জুলাই) ডেইলি জং সূত্রে জানা যায়, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ‘ফিবা অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপ’-এর একটি নির্ধারিত ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হওয়ার কথা ছিল জর্ডানের। তবে ম্যাচ শুরুর আগেই জর্ডান সরকার ও বাস্কেটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন (ফিবা)-কে জানানো হয় যে, তারা এই ম্যাচে অংশ নেবে না।
জর্ডানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবং নৈতিক অবস্থান থেকে জর্ডান এ সিদ্ধান্ত নিয়েছে।’
জর্ডানের এই পদক্ষেপকে কেন্দ্র করে ফিবা নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল ইসরায়েলের পক্ষে ঘোষণা করেছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাস্কেটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি গভীর দুঃখ প্রকাশ করছি। আমার বিশ্বাস, খেলার মাঠ রাজনীতির স্থান নয়, এটি মানবতা ও সংস্কৃতির মধ্যে এক সেতুবন্ধন।’
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ শুধু ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ নেই। আর্জেন্টিনায় ফুটবলপ্রেমীরা রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী জানাজার আয়োজন করেন। এতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি করেন।
সূত্র: ডেইলি জং।
এআইএল/