স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, প্রধান আসামি শ্রমিকদল নেতা গ্রেপ্তার

by Nur Alam Khan

ভোলার তজুমদ্দিনের কামারপট্টি এলাকার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, তজুমদ্দিন উপজেলা শ্রমিকদল যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক মো. রাসেল, বাস্তুহারা দলের সভাপতি মো. আলাউদ্দিন, মো. মানিক এবং ঝর্ণা বেগম।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে তজুমদ্দিন কলেজ ছাত্রদল আহবায়ক মো. রাসেলকে তজুমদ্দিন থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মো. ইকবাল হোসেন।

বিজ্ঞাপন
banner

এর আগে প্রধান আসামি মো. আলাউদ্দিনকে নোয়াখালীর হাতিয়া থেকে, মো. ফরিদ উদ্দিনকে বোরহান উদ্দিন থেকে এবং মানিককে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করা হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, গতকাল গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তেঁতুলিয়া নদী দিয়ে সীমানা পেরিয়ে ভোলা জেলা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন প্রধান আসামি ফরিদ উদ্দিন। এমন সংবাদ পেয়ে তজুমদ্দিন থানার পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222