ট্রান্সজেন্ডার সাঁতারুর পদক কেড়ে নিলো ট্রাম্প প্রশাসন

by Nur Alam Khan

মেয়েদের প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারই খড়্গ নেমে এসেছে লিয়া টমাসের ওপর। কেড়ে নেওয়া হচ্ছে তার স্বর্ণ পদক।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ের সর্বোচ্চ আসর এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে সোনা জেতেন লিয়া।

বিজ্ঞাপন
banner

লিয়ার এই অর্জন বাতিলের ঘোষণা এসেছে। কারণ হিসেবে বলা হয়েছে, এর আগে ছেলেদের বিভাগে অংশ নেওয়া লিয়ার র‍্যাঙ্কিং ছিল ৪৬২তম। পরে মেয়েদের বিভাগে অংশ নিয়ে উঠে আসেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। এতে স্পষ্ট বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন নারী সাঁতারুরা।

বিষয়টি আমলে নিয়ে কয়েক মাস ধরে চলছিল আইনি লড়াই। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কার্যালয় (ওসিআর) জানায়, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় Title IX আইন লঙ্ঘন করেছে। ১৯৭২ সালে পাস হওয়া এই আইন লিঙ্গভিত্তিক বৈষম্যকে নিষিদ্ধ করে।

বুধবার যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ ঘোষণা করে, পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় Title IX লঙ্ঘনের সমাধানে একটি চুক্তিতে রাজি হয়েছে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক নারী সাঁতারুকে ক্ষমাপত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা স্বীকার করছি যে আমাদের কয়েকজন শিক্ষার্থী ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা প্রতিযোগিতায় বৈষম্যের শিকার হয়েছেন বা মানসিক অস্বস্তির মধ্যে পড়েছেন, তাঁদের কাছে আমরা দুঃখ প্রকাশ করব।’

এআইএল/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222