শাপলা ও জুলাই শহীদদের স্মরণে ফরিদপুরে যুব মজলিসের দোয়া অনুষ্ঠান

by hsnalmahmud@gmail.com

শাপলা চত্বর ও ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া অনুষ্ঠান আজ দুপুর ২টায় ফরিদপুরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে জেলা ও থানা পর্যায়ের যুব মজলিসের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘শাপলা ও জুলাই-আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানাই। আল্লাহ যেন শহীদদের জান্নাতুল ফিরদাউস দান করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের দ্রুত আরোগ্য দান করেন।’

তারা আরও বলেন ‘গণহত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা ও বিভিন্ন থানা উপশাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ধরনের কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ ও আন্দোলনের চেতনা নবউদ্দীপনায় এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

হাআমা/

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222