শেফালি জরিওয়ালার মৃত্যু থেকে শিক্ষা নিতে মুফতি তারিক মাসুদের আহবান

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>

সম্প্রতি অ্যান্টি-এজিং ইনজেকশনের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ভারতীয় অভিনেত্রী শেফালি জরিওয়ালা। তার আকস্মিক মৃত্যু নিয়ে পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি তারিক মাসুদের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন
banner

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ সূত্রে পাওয়া ওই ভিডিওতে মুফতি তারিক মাসুদকে বলতে শোনা গেছে, ‘একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি দুনিয়ায় অনেক নাম-খ্যাতি কুড়িয়েছেন, এক মুহূর্তেই মাটির সাথে মিশে গেলেন।’

তিনি আরও বলেন, ‘তিনি হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, এ কারণে সম্ভবত তার লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। মৃত্যু মানুষের প্রকৃত বাস্তবতা প্রকাশ করে। বিশেষ করে হিন্দু ধর্মের অনুসারী ভাইদেরও এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘মানুষ শেফালির মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আখেরাতমুখি হওয়ার পরিবর্তে উল্টো তার গান ও সিনেমা চালাতে শুরু করেছে, যা চরম গুনাহের একটি কাজ, তার জন্য বড় ক্ষতির কারণ।’

মুফতি তারিক মাসুদ আরও বলেন, ‘অভিনেতা-অভিনেত্রীরা তাদের বাহ্যিক সৌন্দর্যের পেছনে কোটি কোটি রুপি ব্যয় করে, কিন্তু মৃত্যুর পর সবই শেষ হয়ে যায়। তখন কেউ আর সেই লাশের সঙ্গে সেলফি তুলতে চায় না, কিংবা তার পাশে কবরে থাকতে চায় না।’

শেষে তিনি বলেন, ‘অমুসলিমদের মৃত্যুতে দোয়া করা ইসলামী শিক্ষার পরিপন্থী। মুসলমানদের উচিত ইসলামের নীতিমালার ভিত্তিতেই প্রতিক্রিয়া জানানো। এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করা।’

সূত্র: এক্সপ্রেস নিউজ।

এআইএল/

 

banner

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222